Monday 15 October 2012

VIDEO TUTORIALS ON ENGLISH COMMON ERROR - PART2


সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পোস্ট । ও আরো একটা খবর দিয়ে রাখি । টানা তিন বছর উত্তর বঙ্গে থাকার পর আবার দক্ষিণ বঙ্গে ফিরে এলাম । তাই ট্রান্সফারের পর পরই গুছিয়ে নিতে বেশ কিছুদিন সময় চলে গেছে কোনো পোস্ট লেখা হয় নি। আজকে লিখতে বসে ই কেমন জানি নস্টালজিক হয়ে যাচ্ছি- মনে পড়ে যাচ্ছে উত্তর বঙ্গের মানুষদের সাথে কাটিয়ে আসা দীর্ঘ তিনটি বছর এর নানান টুকরো  টুকরো স্মৃতি তাদের অফুরন্ত ভালো বাসা । আই মিস ইউ নর্থ বেঙ্গল আই রিয়ালি মিস ইউ। আর সব থেকে বেশি মিস করি আমার সেই সব  ভাইয়েদের , যারা প্রতি রবিবারে আমার কাছে  অন্তত চার পাঁচ ঘন্টা  বি সি এস এর প্রিপারেশন নিত ।  । আমি হাজার কাজে র ব্যস্ততার মধ্যেও প্রতি রবি বারে যেটা রিলিজিয়াসলি মেন্টেন করতাম । আমি আসার সময় অনেকের কাছ থেকে অসংখ্য অসংখ্য উপহার পেয়েছি । কিন্তু সবথেকে ভালো উপহার পেয়েছি এক দঙ্গল তরন তরুনী সম্ভাবনা ময় মুখের ভীড় আর গীটার নিয়ে তোমাদের সেই গান । এখনো শব্দ  গুলো কানে অনুরণিত হচ্ছে ।  মুস্তাক ও নির্মলকে অনেক অনেক শুভেছা তোমারা তোমাদের এত দিনের পরিশ্রমের ফসল পেয়েছো । তোমাদের বিসি এস পাওয়ার খবরে আমি সব থেকে আনন্দিত । আর বাকি সকলকে বলে রাখি তোমরা চালিয়ে যাও সাফল্য একদিন দরজায় কড়া নাড়বেই । শুধু একটাই অনুরোধ বা নির্দেশ বলতে পারো কিপ ইয়োরসেলফ অন ট্র্যাক অ্যান্ড কিপ প্র্যাকটিসসিং । আমার  ব্লগে(স্বপ্নপূরন) নিয়মিত যোগাযোগ রাখবে, যা সমস্যা মেলে জানাবে । আমি যতদূর সম্ভব তোমাদের পাশে  ছিলাম , আজও আছি............।
             

Saturday 15 September 2012

video tutorials on ENGLISH COMMON ERROR

 সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে প্রায় এক মাস পর লিখতে শুরু করলাম - ইংরেজির উপর কিছু লেসন । প্রথমেই আমার ব্লগের নিয়মিত যারা  ভিসিটর রয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী । কারন এক - কাজের চরম ব্যস্ততা  ও দুই কিছুদিন  শারীরিক অসুস্থতার  কারনে ব্লগে লেখা বা টেকটিউন্সে লেখা সম্ভব হয় নি । যাই হোক আজকে আমরা শুরু করব সম্পূর্ণ নতুন এক বিভাগ নিয়ে । সেটা হল ইংরেজির উপর ধাপে ধাপে কিছু ভিডিও টিউটোরিয়াল । তাই কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক - আগে আমি সাধারনত লিখে লিখে লেসন গুলি শেখানোর চেষ্টা করেছিলাম , কিন্তু দেখলাম । যদি ক্লাস রুম সেসনের মত কিছু দাইরেক্ট ইন্টারাকশন করতে পারি তাহলে আমার ও আপনাদের উভয়েরই সুবিধা ।
প্রথমেই দেখে নিন এই টিউটোরিয়ালস টি,





Sunday 12 August 2012

নিমেষে অঙ্ক - আজকের পর্ব ঃ ট্রেন সম্পর্কিত গতিবেগের ও আপেক্ষিক বেগের অঙ্কসমূহ - ৫থেকে ১০ সেকেন্ডে সমাধানের কৌশল।


আজ আমরা শিখব ট্রেনের উপর কিছু পাটিগনিতের সমস্যা ও অতি দ্রুত সেগুলি কিভাবে সমাধান করা যায় তার কৌশল। প্রথমত জানিয়ে রাখি অতি দ্রুত সমাধান বললেই আমাদের মনে হতে পারে - কিছু সর্ট কাট মেথড বা ফরমূলা । না , আমার মতে শুধুই চোখ  কান বুজে কিছু শর্ট কাট ফর্মূলা শেখার ক্ষেত্রে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশী , কারন এক্সাম হলে একবার একটু গুলিয়ে গেলেই আর ঠিক করা খুব মুশকিল । তাই আমার পন্থা মধ্যপন্থা । 

      

Thursday 9 August 2012

Speedy Math . Ch- Boats &stream

Good morning everybody ! Today ,  we are going to start a new and  important Chapter of Mathematics ,Problems on  Boats & Streams . Our main objectives are -

Tuesday 31 July 2012

লার্ন ইংলিশ , লার্ন উইথ ফান। মাত্র কয়েক ঘন্টার অনুশীলন -আর সহজ কিছুটেকনিক- নির্ভুল ইংরেজি লিখতে শিখুন ।


আজ আমরা ধীরে ধিরে শিখব কিভাবে নিখুঁত ও নির্ভুল ভাবে ইংরেজি কম্পোজিসন লিখতে হয় । প্রথমেই মনে রাখতে হবে ভারী ভারী ইংরেজি শব্দ ব্যবহার বা  কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারলেই – নিখুঁত ইংরেজি লেখা হয় না । শুরু করতে হবে একদম সিম্পল ইংরাজি দিয়ে । নির্ভুল সিম্পল সেন্টেন্স কন্সট্রাকশন শিখে নিতে পারলেই কেল্লা ফতে । এর পরের ধাপে আমরা সেই কম্পোজিসনে মশলা পাতি দিয়ে সেতাকে আড় স্পাইসি বানাতে শিখব । কিন্তু প্রথম এক মাস অন্তত সিম্পল সেন্টেস অথচ সেটা হবে নির্ভুল । এর উপরেই জোর দিতে হবে । তাহলে আসুন শুরু করা যাক ।

Friday 27 July 2012

লার্ন ইংলিশ , লার্ন উইথ ফান !- Synonyms ও Antonyms-1



           লার্ন ইংলিশ , লার্ন উইথ ফান !



সকলকে সালাম, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই পর্ব ! প্রায় ২ সপ্তাহ পরে এই পোস্ট প্রথমেই এই দেরীর  জন্য আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি । এবার আমি আমার আজকের লেসনে  মাত্র পাঁচটি শব্দ নিয়ে আলোচনা করব  দেখবেন ঠিক ঠাক শিখতে পারলে ১০০-১২০ টি ওয়ার্ড স্টক হয়ে যাবে ।

Friday 13 July 2012

হাসতে হাসতে ইংরেজি ! লার্ন ইংলিশ লার্ন উইথ ফান । Preposition - OF

  ইংরাজির অন্যতম একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল    Preposition.  খুব ভালো জ্ঞান থাকলেও Preposition এর   সঠিক ব্যবহার সবাই করতে পারেন না । তাছাড়া যদি কেউ মুখস্ত করেন তাও কিছু দিন পরে ভুলে যান ।  Preposition  গুলোর সঠিক ব্যবহার মনে রাখার সুবিধার জন্য আমি  ছোটো ছোট কয়েকটি গল্প বলব । দেখবেন , গল্প গুলি একবার মনে থেকে গেলে প্রিপোজিসন নিয়ে আর দুঃশ্চিন্তা থকবে বলে মনে হয় না । আজ ২য় পর্বে আমরা শুরু করব Of    preposition  দিয়ে