Friday 29 June 2012

BCS. Banking সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রুস্তুতি পর্ব- পরিমিতির সকল সূত্র এক জায়গায়, -ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক গুলি নিমেষে সমাধান এর কৌশল ।


সকলকে সালাম ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই পর্ব । BCS সহ অন্যান্য সকল চাকুরীর পরীক্ষায় অন্যতম একটি গুরুত্ব পূর্ণ অংশ হল এই পরিমিতি । আমরা আজকে এই পরিমিতির সকল সূত্রগুলি ছবির শায্যে ভালো ভাবে বুঝে নেব ও বার বার অভ্যাস এর মাধ্যমে মনে রাখার চেষ্টা করব । আমার ব্যক্তিগত সাজেশন হল । আমরা যারা চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিই - তারা যদি এই অঙ্কগুলির উপর একটু জোর দিয় তাহলে খুব সহজেই ভালো স্কোর করা সম্ভব । তাই প্রথমেই শুরু করব সব ফর্মূলা গুলি ।তার পর দেখে নেভ কিছু মডেল প্রব্লেম ও তার সমাধান । 

Saturday 23 June 2012

নিমেষে অঙ্ক - Profit & Loss (লাভ ও ক্ষতি )


                                      

সকলকে সালাম , ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পর্ব-৩ । দেখতে আমরা তিন পর্বে পা দিলাম । আজকের বিষয় বস্তু- নিউমেরিক্যাল এবিলিটির অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি চ্যাপ্টার Profit & Loss বা  লাভ ও ক্ষতি । এই চ্যপাটার টি কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। এমন কোনো এক্সাম নাই যাতে এই অধ্যায় থেকে কোনো  problems থাকে না । 

Friday 22 June 2012

বি সি এস, ব্যাঙ্কিং সহ চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব। জেনারেল সায়েন্স MCQs, সঙ্গে থাকছে সকল নোটসের পিডি এফ । পর্ব-4

  এই পর্বে জেনারেল সায়েন্স এর -পদার্থ বিদ্যার উপরে বেশ কিছু MCQs  নিয়ে আমরা আলোচনা করব ।
প্রত্যেকটি প্রশ্ন ভালো ভাবে পড়ার পর উত্তর দেওয়ার চেষ্টা করুন ও শেষে দেওয়া উত্তরের সঙ্গে একবার মিলিয়ে নিন ।

বি সি এস, ব্যাঙ্কিং সহ চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব। জেনারেল সায়েন্স MCQs, সঙ্গে থাকছে সকল নোটসের পিডি এফ । পর্ব-3


জেনারেল সায়েস বিষয়ে - প্রথমে রসায়নের  অংশ ও তার পর কিছু পদার্থের অংশ
প্রথমে দেখে নিই রসায়নের উপরে গ্রুত্বপূর্ণ ৫০ টি এম সি কিউ প্রশ্ন ও তার উত্তর । উত্তর গুলি আমরা প্রথমে নিজে দেওয়ার চেষ্টা করব ।প্রয়োজনে শেষে একবার উত্তরের সঙ্গে মিলিয়ে নেব ।

GENERAL SCIENCE _MCQ



বি সি এস, ব্যাঙ্কিং সহ চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব। নিমেষে অঙ্ক করার সহজ পদ্ধতি সঙ্গে থাকছে সকল নোটসের পিডি এফ । পর্ব-২


                                                                             PROBLEMS ON CLOCK 

১। Quantitative  Aptitude  বা গানিতিক দক্ষতা - গনিতের  এই পর্বে থাকছে ঘড়ি সংক্রান্ত  অঙ্ক গুলির নিমেষে সমাধানের  পদ্ধতি , সঙ্গে প্র্যাকটিস  সেট ।

BCS, Bank সহ বিভিন্ন চাকুরীর পরীক্ষার প্রুস্তুতি পর্ব । এলিমেন্টারী স্টাডি মেটিরিয়াল ও প্র্যাকটিস সেট সহ পি ডি এফ ।পর্ব-১


সবাইকে সালাম  ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিন্ন ধর্মী পোস্ট । বিসি এস , ব্যাঙ্কিং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ধারাবাহিক কোচিং ও মানসম্মত স্টাডি মেটেরিয়াল  নিয়ে ধাপে ধাপে লিখব ঠিক করি ।।


জানিনা এটা আপনাদের কতটা কাজে লাগবে ।
কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন এক্সামের সিলেবাস ও মান গত সামান্য হেরফের থাকলেও – আমার অভিমত হল একটা জেনারেল স্টাডিজ কে মাথায় রেখে এগিয়ে যাওয়ায় ভালো । এই গুলি পরবর্তী পর্ব যদি লিখি আরো বিস্তারিত ভাবে শেয়ার করব , এই পর্বে – একদম প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব ।