Sunday 12 August 2012

নিমেষে অঙ্ক - আজকের পর্ব ঃ ট্রেন সম্পর্কিত গতিবেগের ও আপেক্ষিক বেগের অঙ্কসমূহ - ৫থেকে ১০ সেকেন্ডে সমাধানের কৌশল।


আজ আমরা শিখব ট্রেনের উপর কিছু পাটিগনিতের সমস্যা ও অতি দ্রুত সেগুলি কিভাবে সমাধান করা যায় তার কৌশল। প্রথমত জানিয়ে রাখি অতি দ্রুত সমাধান বললেই আমাদের মনে হতে পারে - কিছু সর্ট কাট মেথড বা ফরমূলা । না , আমার মতে শুধুই চোখ  কান বুজে কিছু শর্ট কাট ফর্মূলা শেখার ক্ষেত্রে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশী , কারন এক্সাম হলে একবার একটু গুলিয়ে গেলেই আর ঠিক করা খুব মুশকিল । তাই আমার পন্থা মধ্যপন্থা । 

      





























আজ এই টুকুই । আপনারা যেটুকু শিখলেন , বার বার অভ্যেস করুন। আমি আর একটি প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি , আপনার শেখার কাজটা কতটুকু হল সেটা পরখ করে নিন। সকলে ভালো থাকবেন । 


 সমস্ত নোটস টিকে পিডি এফ আকারে পেতে নীচে ক্লিক করুন












No comments:

Post a Comment