Friday 13 July 2012

হাসতে হাসতে ইংরেজি ! লার্ন ইংলিশ লার্ন উইথ ফান । Preposition - OF

  ইংরাজির অন্যতম একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল    Preposition.  খুব ভালো জ্ঞান থাকলেও Preposition এর   সঠিক ব্যবহার সবাই করতে পারেন না । তাছাড়া যদি কেউ মুখস্ত করেন তাও কিছু দিন পরে ভুলে যান ।  Preposition  গুলোর সঠিক ব্যবহার মনে রাখার সুবিধার জন্য আমি  ছোটো ছোট কয়েকটি গল্প বলব । দেখবেন , গল্প গুলি একবার মনে থেকে গেলে প্রিপোজিসন নিয়ে আর দুঃশ্চিন্তা থকবে বলে মনে হয় না । আজ ২য় পর্বে আমরা শুরু করব Of    preposition  দিয়ে 



আমার 2nd  গল্পের নায়ক ওফাজুদ্দিন মিঞা ওফাজুদ্দিন  মিঞা  কেমন লোক  জানতে হলে তার সমন্ধে ৪ টি বাক্যই যথেষ্ট । 



















আসুন শেখার কাজ প্রায় কমপ্লিট । এবার একটু একটু করে দেখে নিই।উদাহরন গুলো তাহলে মনে রাখতে সুবিধা হবে , প্র্যাকটিস ও হয়ে যাবে সাথে সাথে ।














আজকের মত এখানেই শেষ করছি । পরের পোস্টের জন্য প্রস্তুতি চলছে । খুব দ্রুত আসছে । তত দিনে আগেরগুলো আর একবার রিভিশন দিয়ে রাখুন। 
সম্পূর্ণ নোটস টির পিডি এফ ডাউন লোড করুন এই খান থেকে -


No comments:

Post a Comment