Monday 15 October 2012

VIDEO TUTORIALS ON ENGLISH COMMON ERROR - PART2


সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পোস্ট । ও আরো একটা খবর দিয়ে রাখি । টানা তিন বছর উত্তর বঙ্গে থাকার পর আবার দক্ষিণ বঙ্গে ফিরে এলাম । তাই ট্রান্সফারের পর পরই গুছিয়ে নিতে বেশ কিছুদিন সময় চলে গেছে কোনো পোস্ট লেখা হয় নি। আজকে লিখতে বসে ই কেমন জানি নস্টালজিক হয়ে যাচ্ছি- মনে পড়ে যাচ্ছে উত্তর বঙ্গের মানুষদের সাথে কাটিয়ে আসা দীর্ঘ তিনটি বছর এর নানান টুকরো  টুকরো স্মৃতি তাদের অফুরন্ত ভালো বাসা । আই মিস ইউ নর্থ বেঙ্গল আই রিয়ালি মিস ইউ। আর সব থেকে বেশি মিস করি আমার সেই সব  ভাইয়েদের , যারা প্রতি রবিবারে আমার কাছে  অন্তত চার পাঁচ ঘন্টা  বি সি এস এর প্রিপারেশন নিত ।  । আমি হাজার কাজে র ব্যস্ততার মধ্যেও প্রতি রবি বারে যেটা রিলিজিয়াসলি মেন্টেন করতাম । আমি আসার সময় অনেকের কাছ থেকে অসংখ্য অসংখ্য উপহার পেয়েছি । কিন্তু সবথেকে ভালো উপহার পেয়েছি এক দঙ্গল তরন তরুনী সম্ভাবনা ময় মুখের ভীড় আর গীটার নিয়ে তোমাদের সেই গান । এখনো শব্দ  গুলো কানে অনুরণিত হচ্ছে ।  মুস্তাক ও নির্মলকে অনেক অনেক শুভেছা তোমারা তোমাদের এত দিনের পরিশ্রমের ফসল পেয়েছো । তোমাদের বিসি এস পাওয়ার খবরে আমি সব থেকে আনন্দিত । আর বাকি সকলকে বলে রাখি তোমরা চালিয়ে যাও সাফল্য একদিন দরজায় কড়া নাড়বেই । শুধু একটাই অনুরোধ বা নির্দেশ বলতে পারো কিপ ইয়োরসেলফ অন ট্র্যাক অ্যান্ড কিপ প্র্যাকটিসসিং । আমার  ব্লগে(স্বপ্নপূরন) নিয়মিত যোগাযোগ রাখবে, যা সমস্যা মেলে জানাবে । আমি যতদূর সম্ভব তোমাদের পাশে  ছিলাম , আজও আছি............।