Wednesday 11 July 2012

লার্ণ ইংলিশ ! লার্ন উইথ ফান ! আজকের পর্ব প্রিপোজিসন - ১





ইংরাজির অন্যতম একটি গুরুত্ব পূর্ণ বিষয় হল    Preposition.  খুব ভালো জ্ঞান থাকলেও প্রপোজিসনের সঠিক ব্যবহার সবাই করতে পারেন না । তাছাড়া যদি কেউ মুখস্ত করেন তাও কিছু দিন পরে ভুলে যান ।  Preposition  গুলোর সঠিক ব্যবহার মনে রাখার সুবিধার জন্য আমি  ছটো ছোট কয়েকটি গল্প বলব । দেখবেন গল্প গুলি একবার মনে থেকে গেলে প্রিপোজিসন নিয়ে আর দুঃশ্চিন্তা থকবে বলে মনে হয় না । আজ প্রথম শুরু করব –  In   preposition  দিয়ে  


আমার প্রথম গল্পের নায়ক ইনসান মিঞা । ইনসান মিঞা  কেমন লোক জানতে হলে তার সমন্ধে ৪ টি বাক্যই যথেষ্ট 







। 









  সম্পূর্ণ নোটস টির পি ডি এফ ফাইল আকারে দিয়ে দিলাম ডাউন লোড করে নিন
                                                 CLICK HERE 

কেমন লাগল কমেন্টের মাধ্যমে  জানাতে ভুলবেন না । যদি আপনি খুব ব্যস্ত না থাকেন । 


 আজকের মত এই টুকুই ।পরের দিন অন্যান্য সব প্রিপোজিসন নিয়ে এরকম পর্ব ভিত্তিক আলোচনার ইচ্ছা রইল।
আর একটি কথা - যারা সহজে সঠিক ও নির্ভুল ইংরাজি লিখতে শিখতে চান -তাদের জন্য আমার ব্লগে শুরু করেছি সিম্পল রাইটিং এবিলিটি এর উপর ৫ টি পর্বের একটি ধারা বাহিক । কম্পিটিটিভ এক্ষাম, এছাড়াও বিভিন্ন ক্লাস এর ছাত্রদের কাজে লাগবে ভেবে এই প্রয়াস - যাদের ইচ্ছা হবে  একবার ঢুঁ মারতে পারেন আমার এই ব্লগে র পুরোনো পোস্টে ।





5 comments:

  1. অসাধারন সুন্দর আপনার টিউন গুলো।
    যেনো এক মুঠো হীরে

    ReplyDelete
  2. অসাধারন সুন্দর অপুদার টিউন।
    যেনো এক মুঠো মাণিক।

    ReplyDelete
  3. hi Tapas how ur study is going on ?

    ReplyDelete